প্রবাহমান সময় কভু ফিরে না আর, তুমিতো পারতে
ফিরে আসতে হৃদয় মরুতে সবুজের সমারোহে।
সময় কেবল দীর্ঘ থেকে সুপ্রাচীন কালে আবর্তিত হচ্ছে
কই তুমি! পুরাতন ঠিকানায় দাঁড়িয়ে বহুবার ফিরেছি শুধু রিক্তবক্ষে।
আমাবস্যা রাতে খুঁজলে জোছনাও দৃশ্যমান হতে পারে
যদিও চাঁদ সেথা অস্তিত্বহীন।
তোমার নিষ্ঠারতায় আমার আমি জুড়ে নাগাসাকি অথবা হিরোশিমা অনাদিকাল থেকেই।
আমার হাজার চেষ্টায়ও আর হবে না সবুজ অরণ্য,
দিন পরিক্রমায় নামে বিবর্ণ ধূসর গোধূলি।
আমার কেবলই অপেক্ষা, ফুরিয়ে যাবো নারকেলের পাতা চিরে ছুটে আসা জোছনার জল স্নানে।
ঘাসফুলের ঘ্রাণ আসবে না আর, শুনবো না ধান শালিকের ডাক।
আঁধার মিলিয়ে ফিরবে ষোড়শী শশী, হয়তোবা মরা গাঙ্গে বান
ভালবাসার অপেক্ষায় হোক আমার সকল চাওয়ার অবসান।