যেই শহরে তুমি নেই,
কি অধিকারে থাকি আমি? শূন্য বুকে, এই শহরে।
যাচ্ছি চলে অচিনপুরে, হৃদয় সে যাক পুড়ে,
তুমিহীনা ব্যথার আগুনে। ধূসর আঁখি খুঁজবে কেবল তোমারে......