আমি না হয় ঠিকানা হারিয়ে ফেলেছিলাম,
তোমার তো এ ঘরের চৌকাঠ অচেনা নয়।
কত শত প্রহর চলে গেছে চোখে চোখ রেখে,
এরপর কেটে গেছে কত বিনিদ্র রজনী, দেখেনি দু’চোখ তাকে।
এই যে মিথ্যে মায়ার শহর! এখানে কেউই হারায় না,
ধূসর গোধূলির ন্যায় নিত্য বদলে যায় ঠিকানা, চেনা হয় অচেনা।
কোন কিছুই চিরস্থায়ী নয় জেনেও এই ভালোবাসার যে আকুতি,
সব কিছু মেনে নিয়ে আত্মঘাতী হয় মানুষ, মানুষের মিথ্যে প্রতিশ্রতি।
কথা দেয়া প্রেম নয়, শেষ অব্দি প্রতিশ্রুতিতে থেকে যাওয়াই ভালোবাসা,
আমাদের গ্রহ-নক্ষত্র এখন ভিন্ন, এই বিদ্যমান সম্পর্কের কি নাম?
সমান্তরাল চলাচলে তুমি ভালোবাসা চেয়েছিলে,
এই ভালোবাসায় বিচ্ছেদ নেই, মিলনও নেই, আছে অন্ত হাহাকার।
আমার হাহাকার-ই থাকলো, হিসেব করে বিপরীত তুমি তার।