চোখেরা ভীষণ রকমের নির্লজ্জ না হলে
প্রেম হয় না। দৃষ্টিময় কেবলই ধূলিকণা
বিশ্বাস করো ঐ নির্লজ্জতায় পাপ নেই,
আছে মায়া ও প্রেম। তোমার দৃষ্টিতে ভালবাসার বৃষ্টি
বারবার অতিক্রম করেছি নিজেকেই, যা আমি নই
ঠিকানা বিহীন চিঠি পৌঁছায় কি প্রাপকে
দৃষ্টির বৃষ্টিই ভিজাবে তোমাকে।