দিন শেষে বকুল কিংবা শিউলি ফুলেরও হয় আশ্রয়,
কোনো প্রেয়সী খোঁপায় অথবা ঠাকুর ঘরে।
কোথায় আমি বর্তমান? নিয়েছো কি একবারও খোঁজ।
তোমার এখন আর আমায় পড়ে না মনে, হোক তা ভুল করে।
চাঁদ এখনো সেই আগের মতোই উঠে, বদলে গেছে দেখার অনুভূতি,
ঝলমল তারারা এখনো উজ্জ্বল, তুমি আর আমি ধূসর ধূলো পড়া স্মৃতি।
ডাহুক ডাকা হিজল বন, আর টানে না আপন করে, ভাসি আমি নোনা জলে।
কাশফুল শুভ্র সাদা আরো ঐ শরতের মেঘ, সবই আজ আগুন, পুড়ে আমার হৃদয় তলে।
আমি এখন মূল্য হীন বিবর্ণ ছাই, উড়ি একা একা পোড়া হৃদয়ের হিসেব মিলে না।
মন বদল করে লাভ হয়নি, শূন্য হৃদয়ের বিনিময়ে পূর্ণতা নিয়ে আর তুমি ফিরলে না।
আমি আর আমার শূন্য মন আজও তোমার অপেক্ষায়, তুমি ফিরবে সেই আশায়,
আমি সেই ফুল যার হয়নি আশ্রয়, দেবতার চরণ কিংবা তুমি প্রেয়সীর খোঁপায়।
পায়ে পায়ে দুর বহুদূর একটু একটু করে অজানায়........