যেতে চাইলে তুমি যেতে পারো, আমি দিচ্ছি না তোমায় বিদায়
ভালবাসা দিয়ে মনের দখল, আমি তো চাইনি ফেরত তোমাতে দিয়েছি যে হৃদয়।