আমার নতুন করে আর কিছুই চাওয়ার নেই তোমার তরে,
অবিশ্বাসের ঘর ভেঙ্গেছে তোমার ছলনার ঝড়ে।
চোখ ছলছল, অশ্রু! নদী হয়ে মিশে বেদনার মোহনায়
সন্ধ্যার তারা তুমি, যে ক্ষণিকেই হারায়,
মেঘ হয়ে বারেবারে তোমার ছুঁয়ে যাওয়া,
ভাবনায় আমার ছায়ায় শীতলতা।
ভুল সবই, আঘাতে আঘাতে পাথর আমি
ভালবাসায় অন্ধ, বুঝিনি তোমার নিষ্ঠরতা।
যে দু'হাত ভরে নিয়ে যায় কাউকে নিঃস্ব করে
তার কাছে কি-ই-বা আর চাওয়ার আছে?