ব্যস্ততা আর বাস্তবতায় কমে সখ্যতা, বাড়ে দুরত্ব
তুমি আমি ভাবি দু'জনে ভালবাসা বাষ্পীয়
দিনে দিনে থেকে থেকে হারিয়েছে প্রেমের ঘনত্ব!