তুমি চেয়েছিলে বৃষ্টি নামুক
আমি ভাবলাম বৃষ্টি তোমার ভীষণ প্রিয়
আমিও চাইলাম বৃষ্টি নামুক।
আকাশ ভেঙে, শহর যাক না ভিজে,
পিচঢালা পথ, লতা-পাতা, গাছ, ঐ কালো কাক।
ঝরে পড়ুক দেয়াল জুড়ে যত অযাচিত পোষ্টার,
ধুয়ে যাক অলি-গলির ধুলোবালি জঞ্জাল।
বৃষ্টি নামলো ভীষণ বৃষ্টি সকাল থেকে রাত,
অথচ ভিজলো না কেউ!
ভিজলাম শুধু আমার আমি আর
চিবুক জুড়ে অশ্রু নদীর ঢেউ।