চাতক আমি অপেক্ষায়, হও তুমি বৃষ্টি।
চোখের তারায় তোমায় আঁকি, দাও তুমি দৃষ্টি।
প্রেমও তৃষ্ণা কন্ঠে আমার তোমাতে অমৃত,
মরুময় হৃদয় ভূমি সবুজ শীতল, তোমার ছোয়াতেই তো।
এসো বৃষ্টি হও, হও প্রেমের ঝড়ো হাওয়া,
তোমাতেই হোক আমার ধরায় স্বর্গ পাওয়া।
একা আমাতে আমি শূর্ণ্য, তোমাতেই পূর্ণ
রিক্ত আমি, নিঃস্ব আমি, তুমি হাসলেই ধন্য।
তুমি পূর্ণিমার শশী, অমাবস্যার আকাশে আমার,
হাসি মুখে করি মৃত্যু আলিঙ্গন, হোক কষ্ট শত হাজার।
ভালবাসি! ভালবাসার বিনিময়ে হও তুমি আমার ........