পাখি নামে ডাকতাম বলেই কি এই কারণ
আজ আমার বুকের খাঁচা রয় পড়ে বিরাণ।

তুমি গেছো উড়ে অন্য আকাশে, অন্য ভুবন
আমার শূন্য বুক, শত সহস্র স্মৃতি কাঁদায় সারাক্ষণ।

ভুল সকলই আমার বন্য পাখি তুমি, পারিনি পোষ মানাতে
ফুটে না ফুল পাথরে, পূর্ণিমায় না খুঁজে চাঁদ যায় কি পাওয়া আমাবস্যাতে?

কোকিল কণ্ঠে বিমোহিত প্রাণ, বাঁধেনি ঘর বুক পাঁজরে
প্রাণ ভোমরা নিয়েছে বিদায়, চোখ সমুদ্রে জল নোনা জড়ছে অঝরে।

পাখি ভালো থেকো নতুন আকাশে, ভুলে যেও এই আমারে
তবেই সহজ হবে আমার বেঁচে থাকা, চেষ্টা ভোলা তোমারে।

ভুলে যাও মুছে ফেলো যত ছিল স্মৃতি, তোমাতে আমাতে
আমিও যাবো ভুলে কোন দিন কখনো কেউ কি রেখেছিল হাত হাতে।
  
   এই বেশ ভালো থাকা একলা একা, নিজ আকাশে
   বুক ভরা নিশ্বাস, অবিশ্বাসের শিষা নেই বাতাসে।