ফেরার প্রতিশ্রুতি দিয়ে আজ তুমি ঠিকানা বিহীন চেনা এ শহরে।
আমি এখনো অপেক্ষায় আছি আগের ঠিকানায়, দাঁড়াবে তুমি দুয়ারে।
কত অমাবস্যা গিয়ে আবার পূর্ণিমা, আলোয় আলোকিত করেছে ঘর।
আমার আমি ছাড়া সবেতেই দুরত্ব, পরবাসী মন সবাইকে করেছি পর।
একলা মন একলা পাখি, একলা আকাশ গোধূলি বেলা রিক্তবক্ষে নীড়ে ফেরা,
মূল্য কি বেঁচে এ থাকায়? মূল্যহীন ধূসর ছাই, উড়ছি আমি যথাতথা তুমি ছাড়া।
ফিরবে কি তুমি চিরচেনা ঠিকানায়? যা এখন বড্ড অচেনা।
হয়নি জানা কোন সে কারণ, আজও কেন আর ফিরলে না।
যে নদীর জন্ম দুর পাহাড়ে, বয়ে বয়ে মোহনায় আজ সে সাগরে।
কি করে যায় সব কিছুই ভোলা? যে তুমি ছিলে বুক পাঁজরে।
হৃদয়ে রক্ত ক্ষরণ অবিরত, অশ্রু শূন্য আঁখি দ্বয়,দীর্ঘ প্রতীক্ষায়
হোক অপেক্ষার শেষ, বিষে হই নীলকণ্ঠ, খুঁজে দেখো আছি ঐ সন্ধ্যা তারায়।