চোখ! কখনো নদী হয়ে বয়ে গেছে সমুদ্রে,
আবার বৃষ্টি হয়ে হয়ে ঝরেছে অঝোরে কারো বিচ্ছেদে।
চোখেরও যে কষ্ট আছে তা বুঝে না কখনো কেউ,
বুকে তার আছড়ে পড়ে বারংবার না দেখতে চাওয়া ঢেউ।

কেমন করে ভুলে যাও মেঘ, কেমন করে ভুলে যাও সবই
কতটা ব্যথা, কতটা বিসর্জন আর কতটা পুড়েছে রবি।

আঁধারে জোছনা কতটা আকাঙ্খিত তা আমাবস্যায়  অনুমেয়,
চোখের মরণ হোক, এই শ্রেয় অকারণে বৃষ্টি হওয়া চেয়েও।