তোমার ঠোঁটের উষ্ণতার বিনিময়ে
এই শহরে একবেলা কারফিউ দেয়া যেতেই পারে।
ঐ নগ্ন কামানের গোলার সামনে
না হয় পেতে দিলাম এ-ই শীর্ণ বুক।
শুধু একবার বলো ভালবাসি!
তারপর ঐ এক আকাশ তাঁরা সব তোমার,
জোছনার বান ডাকা চাঁদ সমেত।
আমি একলা একা মিশে যাই কামিনীর গন্ধ ছুঁয়ে
পেঁচার ডাকে আঁধারের নিস্তব্ধতায়।