হিমু হয়ে ঠিকই আমি তোমার অপেক্ষায়,
তবে কি জানো,
গাদা ফুলের মতন এই পাঞ্জাবি আমার নয়,
এর মালিক বন্ধু অমলেশ্বর। আর হাতের গোলাপ?
ঐ যে রিক্সায় উঠিনি বলে।
তৃষ্ণায় শুকায় গলা ও বুক,
কোমল পানীয় নয় ভিজিয়েছি নলের জলে।
বড়জোর বাদাম কিংবা ফুচকা, কালে ভদ্রে বরফ মালাই,
না খেলে আর চলে না, তাই ধার করে নিকোটিনে কষ্ট কমাই।


ও কি তুমি হাসলে........?
বেকারের প্রেম এর চেয়ে আর কি খুব ভালো চলে।