প্রতিবাদী মন আমার করে না আর বিদ্রোহ
রাজপথ এখন তোমার দখলে, বেদখল আমি কবেই।
হৃদয়ের দাবিতে নেই কোন অনশন কিংবা অবরোধ
নিজেকে গুটিয়ে নিয়েছি একা, নেই তোমাতে বিরোধ।
বিরোধী দল বা পক্ষ কোনটাই নই আমি, শুধু একা
তুমি সরকারে, করো সংশোধন সংবিধান তোমার প্রয়োজনে
প্রেমযুদ্ধে পরাজিত আহত আমাকে, চাইলে করতে পারো রাজবন্দী।
পরাজিত হৃদয়ের দাবি নিয়ে চাইবো না অধিকার ভালবাসার
বাজে সাইরেন, মন তোলপাড়, চলছে দূর্ভীক্ষ অলিতে-গলিতে হাহাকার।
সাদা পতাকা কবেই তুলেছি শান্তির অপেক্ষায়,
তোমার পারমাণবিক প্রয়োগে ধীরে ধীরে হচ্ছি নিঃশেষ।


    আমি প্রতিক্ষায়,
         দম্ভের সামরাজ্য তোমার মিশবে কবে ধুলোয়।
তাতে আমার জয় হবে না, তবে তোমার পরাজয় অবধারিত।