চৈত্রের খড়তাপে পোড়া জীবনে,
ছায়ার তরে মেঘের প্রার্থনা আকাশ পানে।
মেঘ না দিয়ে বৃষ্টি দিল আকাশ আমায়,
বৃষ্টির জলে ভিজে ভিজে জীবন আমার স্যাঁতসেঁতেময়।





--২৪/০৭/২০০৮ইং
মোহাম্মাদপুর, ঢাকা