জনম জনম পাশে থাকার শপথ, যদিও আয়ুকাল বড় অল্প বেশি না।
আকাশের চাঁদ, তারার মালা আরো কত কি, জানি সবই কল্পনা।
মানুষ ভুলে যায় বারবার ভুলে যায় চোখের আড়ালে, জানি সে হারালে,
ভালবাসি ওগো ভালবাসি বাহুডোরে জড়ালে, আবার সম্মুখে তুমি দাঁড়ালে।
একবার নয় প্রেমে পড়ে মন হাজার বার প্রতিবার ভালো লাগায়,
উড়ে উড়ে চলে মন নীল নীল নীলিমায়, হারিয়ে যেতে ব্যাকুল বাষ্পীয় হৃদয়।
শরৎ বড় ভালো, শীত যেন বিশ্রী, মাতোয়ারা মন আগমনী বসন্তে।
কতবার হতে চেয়েছে মন বিবাগী, তোমার অজান্তে হয়তো অন্য কোনো শীতে।