দিন শেষে কিছু কিছু মানুষ ল্যাম্পপোষ্ট কিংবা নক্ষত্রের মতন একা,
চাঁদ অথবা নক্ষত্র হতে পারলে ভালোই হতে, এরা কাঁদে না।
ভালবেসে যারা বৃষ্টি হয়েছিল, তারা এখন রোজ কাঁদে আকাশের হয়ে।
আকাশের কষ্ট আছে, কষ্টে নীল হয়, ব্যথা আছে, ব্যথায় মেঘ হয়,
আর আর্তনাদে হয় বৃষ্টি!
চাঁদ কিংবা নক্ষত্র'র ব্যথায়, ওরা ঘুমিয়ে পড়ে আবার অমাবস্যায়।
হে পদ্মফুল! আমাদের কষ্ট নিয়ে যাও, লুকিয়ে রাখো তোমার বুকে,
আমরা ঘুমাতে চাই, যারা বৃষ্টি হয়ে ছিলাম কখনো ভালবেসে।