হাতের রেখায় ছিলাম না বলে রাখনি মনের ঘরে,
অনল বিহীন বিরহী তাপে একটি মানুষ কেমন করে পুড়ে?
হস্তলিপি মেনে নিলে তুমি কি অবলীলায়,
নিজ থেকে একবারও চাইলে না আমায়।

এক সমুদ্র জলের হিসেব হয়তোবা মিলিয়ে দেয়া যেতেই পারে,
নির্জনে নিঃশব্দে অশ্রুের যে স্রোত বহমান,
তার হিসেবে মিলিয়েছে কে কোন কালে?
চিবুকের কি সহনশীলতা! চিবুকের নদী মিশে না কখনো সাগরে।

আহত পাখি অথবা নীল আকাশ, অমাবস্যা ও চাঁদ-
আমি এবং তুমি বিপরীতমুখী সত্তা।
পাশাপাশি থেকেও কখনো হয়নি ভালোবাসা টাই,
যা ছিল তোমাতে আমাতে তার কোন নাম হয় না।
চাঁদে মুগ্ধতা আজন্ম, যদিও চাঁদ কখনো-ই কারো নিজস্ব হয় না।