আজও আমি অপেক্ষায়
কেন? জানি না, তবুও
চোখ অনন্তকাল নির্ঘুম।
ছেড়েছে যে হাত, সে কি আবার
নিবে জড়িয়ে আঁচলে? উষ্ণতায়
শীতের কুয়াশায় চাদরে, বুকে।
আমি মাটি হই চৈত্রের খাঁ খাঁ রোদ্দুরে, শীতলতায়
বৃষ্টি হয়ে ঝড়বে সারাবেলা, এই বুকেতে
হবো দু'জন কাদামাটি, প্রেম পরশে।
জলপাই গাছটা বুড়িয়ে গেছে, সময়ের ব্যবধানে
কমেনি এতটুকুও স্পৃহা, তোমার পাওয়ার।
অমাবস্যায় আমার মুগ্ধতা, জোছনার জল
তোমার অপেক্ষায়, পা ছুঁয়ে দীঘির জলকেলি।
চাঁদ উঁকি দেয় সুপারি বাগানের ফাঁকে সুকৌশলে
মরা নদী ভাঙে বুকের ভিতর, জোয়ার তোমারই আশায়।
বয়স বেড়েছে রঙ হারিয়েছে চুল,
চামড়ার ভাঁজে লুকায় যৌবন।
ফিরে এসো হৃদয় উঠোনে, ভালবাসার বয়স বাড়ে না।