আকাশের মন ভালো নেই, তাতে কি?
আমার মন ছুয়েছে তোমার মন
ক্ষতি নেই সূর্য আড়ালে থাক সারাদিন।
হারাবো দু’জন সবুজ কোন প্রান্তে।

উষ্ণ হাওয়ায় মন হারিয়ে যায়
ভালো লাগে সবই যে আজ তোমাকে পাওয়ারি আশায়।
আমি হারিয়ে যাই তোমাতে নিজেরই অজান্তে।