হয়তোবা চাইনি জীবনের চলে যাওয়া দিনগুলো এভাবে হারিয়ে যাক।
হয়তোবা চাইনি জীবন চলার পথ সেখানেই থেমে যাক,
যেখানে থেমে গেছে কোন মরা নদীর বাক.
হয়তোবা চেয়েছিলাম জীবনের রঙ্গিন ঘুড়িটা হারাবেনা সুদূর ধূসর মেঘমালার ওপারে।
হয়তোবা চেয়েছিলাম যা চাইছি জীবনে, সবই হবে আমার আপন করে।
কিন্তু কই ............................................................?