ভালবাসায় প্রতিপক্ষ থাকে না, থাকে বিশ্বাস এবং অফুরন্ত আশা ।
প্রিয় মানুষটার জন্য অপেক্ষা, চলে যাওয়ার পথে পায়ে পায়ে একটু এগিয়ে দেয়া, এটা ভালবাসা।
ধরো মন খারাপের দিনে, সে না চাইলেও তার বারান্দায় দুটো গোলাপ হাতে।
হয়তোবা দেখবো না এমন শ্রীহীন সিনেমাও দিব্বি শেষ তার সাথে।
হ্যাঁ বলছি ভালবাসার কথা, সুখের কথা কে-ই-বা মনে রাখে।
ভালবাসো তাকেই, বয়ে চলা দুঃসময়ে যে হাত রাখে হাতে।