সত্যিই কি ভালবাসা বোঝা যায়? ঐ চোখের মায়ায়
জানি না, তবে জানি কেবলই আমার একলা আকাশ।
চাঁদের আলোয় আড়াল করি সকল আঁধার, বুকের শূন্যতায়
সুখ! শুধুই মোহ মায়া হারিয়ে যায় অজানায়, পড়ে রয় দীর্ঘশ্বাস।
দীর্ঘশ্বাসে দীর্ঘশ্বাসে কাটে প্রহর,
খুঁজি আজও উত্তর আসলেই কি ভালবাসা হয়?