বুলেটে আমার বড্ড ভয়, জীবনকে অনেক ভালবাসি
অন্যায়-অত্যাচার, অনিয়ম আর অবিচারে নিমজ্জিত সমাজ,
সবকিছু দেখেও আমি অন্ধ হয়ে আছি।
পাপের ভারে পৃথিবী অগ্নি স্ফুলিঙ্গ, দিন দিন বাষ্পে বাড়ছে বিষ।
থেকে থেকে অভ্যাস হয়ে গেছে সবই, ধমনীতে হিম বাতাস দেয় শিষ।