হাজার বছর ধরে হাটা পথটাও একদিন হবে অচেনা।
অনন্তকালের যাত্রায় সব মরিচিকা, স্বীকার করে আসা মৃত্যু শেষ ঠিকানা।
পাপ এবং পাপ অতঃপর পাপ, পূর্ণের খাতায় বড়ই গোলযোগ,
একটু একটু করে বাড়ছে কি বয়স, নাকি হচ্ছে যোগের নামে বিয়োগ?
মন ওরে মন, তুই চলছিস এলোমেলো চোখে রঙ্গের নেশা সারাক্ষণ,
আমার পিছু পিছু কে চলে ছায়া হয়ে ঐ, ছায়া নয় সে যে আমার মরণ।
(১৮/০৯/২০১৯ ইং)