আমায় ভুলে যাওয়ার চেয়ে আমি চাই
তুমি ঘৃণা করো আমায়, ভীষণ রকম।
যতোটা পারো তীব্র থেকেও তীব্রতর
তোমার ঘৃণার মাঝে আমার আমি বৃদ্ধমান।
তোমার ভুলে যাওয়ার ভিতরে আমি অস্তিত্ব সংকটে
আমাবস্যার রাতে জন্মান্ধের জোছনা বিলাস।
ঘৃণার বৃষ্টি হোক সকাল দুপুর রাত্রি অবধি
আমি ঝাপসা চোখে দেখি গোধূলি বেলায়
পাখির ডানায় আমার নীড়ে ফেরা অনন্তকাল ধরে
আর একফোঁটা অশ্রু তোমার নামে
চিবুক গড়িয়ে অনাদিকালের যাত্রায়...