আজ আমি বড় একা
জীবন খাতার প্রতি পাতা ফাকা
দুই নয়নে শ্রাবনের বারি ঝড়ে
দুঃখী হৃদয় আমার পুড়ে একা ঘরে
সেই সেদিনের কথা
মনে হলে হৃদয়ে লাগে বড় ব্যাথা
তুমি আমি ছিলাম দু’জন দু’জনায়
জানি না আজ তুমি আছো কোন দুর অজানায়
পূর্নিমা রাতে
তোমার আমার হাত ছিল হাতে
চোখে চোখ
তোমায় আমি দেখে যেতাম অপলক
কত মধুময় রাত কাটিয়েছি এক সাথে
হেটেছি কত দু’জনায় একই পথে
তুমি আর আমি
আজ আমার হৃদয় মরুভূমি
সেই সেদিনের কথা,
তোমার সাথে যেদিন আমার প্রথম দেখা
দেখে তোমায় থমকে গিয়েছিলাম আমি
আজ বুঝলাম ভালবাসা নয় সবই পাগলামী
তারপর তোমাতে আমাতে ভালবাসা
দু’জনার দু’টি হৃদয়ে নিত্য যাওয়া আসা
তোমার হৃদয়ে আমি আর তুমি আমার হৃদয়ে
এত ব্যাথা দিলে তুমি নিষ্ঠুর বিদায়ে
তোমার অধরে অধর রাখা
দু’নয়নে নয়ন দিয়ে চেয়ে থাকা
দু’জনার ভালবাসা বিনিময়
ভালবাসাই আজ আমায় কাঁদায়
শস্য ক্ষেতে বাতাসের দোলা
হৃদয় মাঝে দু’জনার প্রেমের মেলা
সেই মেলা আজ শূন্য ভূমি
আজ হয়তো সুখে আছো তুমি
তোমার এত কথা কোথায় গেল
কেন তুমিহীনা জীবনে ব্যাথার ঢল নেমে এলো
তুমি সুখে আমি দুখে এ কেমন খেলা
দূঃখের সাগরে আমায় ফেলে নিয়েছ সুখের ভেলা
আজ আমি ভাবি এই ক্ষণে
ভালবাসা নয় ছিল ছলনা তোমার মনে
তাইতো তুমি এমন করে আমায় কাঁদালে
আমাকে ভুলে নতুন সাথী খুজে নিলে
এত দিনের এত ভালবাসা কোথায় গেলো
জানি না কি অপরাধে ভালবাসা আমায় কাঁদালো
একটু সুখের আশায় তোমায় খুজে ছিলাম
সুখের আশায় ভালবেসে দুঃখই পেলাম
আমার বুকে মাথা রেখে বলেছিলে তুমি
আমার ভালবাসা ছাড়া হৃদয় তোমার মরুভূমি
আজ তোমার সবুজ বন, আমার মরুভূমি
অদ্ভুত ভালবাসা শিখালে প্রিয়া আমায় তুমি
তোমার প্রয়োজনে কাছে এসেছিলে
প্রয়োজন শেষে আমায় একা করে গেলে
হায়রে অবুঝ ভালবাসা
ভালবাসা মাঝে শুধুই সর্বনাশা
সুখের জীবনে তোমাকে পেয়ে
জীবনে আমার বসন্তের হাওয়া গিয়েছিল বয়ে
ভেবেছিলাম তোমায় নিয়ে সুখী হবো
ভাবিনি বিনিময়ে আমি ব্যাথা পাবো
সেইতো সেদিন
বকুল তলায় দু’জনার চোখে স্বপ্ন ছিল রঙ্গিন
স্বপ্নগুলো আজ বেদনায় নীল হয়েছে
জীবন আমার আজ বেদনায় হারিয়েছে
পুর্নিমা রাত আজ জ্বালা ধরায় মনে
ভালবাসা আমার ভুল ছিল তোমার সনে
তাইতো এত ব্যথা বুকে
ব্যাথা বুকে আমার আছি বড় সুখে
স্বর্গের সুখ বুকে নিয়ে হয়তো সুখে আছ
সুখের বুকে ঘুমিয়ে তুমি আমায় ভুলে গেছ
ভুলে যাও ক্ষতি নেই, বলে যাও আমায়
না বলে কেন হারালে দুর অজানায়
বসন্ত এসেছে প্রকৃতিতে
শ্রাবনের ধারা দিয়েছ তুমি আমায় দু’হাতে
ব্যাথার ঝড়ে আজ ক্লান্ত আমি
বেদনার ঢেউ ভেঙ্গেছে আমার হৃদয় ভূমি
তোমার অঙ্গময় আমার ছোয়া
প্রেম ভালবাসা সবই কি তোমার কাছে জুয়া
তুমিহীনা আজ আমি এককী আধাঁর ঘরে
আছ তুমি থাকবে তুমি আমার হৃদয় জুড়ে
রাতের সাথে চাঁদের যে প্রণয়
তাই দেখে হৃদয় ভরে আমার ব্যাথায়
তুমি তাইতো বলেছিলে প্রিয়া চাঁদকে হার মানাবো
ভালবেসে দু’জনায় অজানাতে হারাবো
আজ বুঝি সব ভুলেছ
তোমার বুকে অন্য সুখের ছোয়া পেয়েছ
সুখে থাকো প্রিয়া সুখী হও
আমি তোমার জীবনে দুর্ঘটনা ভুলে যাও
তোমার প্রেমকে শ্রদ্ধা করি
প্রেমে তোমার পড়ে আমি বকুলের মত জড়ি
বকুল, মালায় শোভা পায়
আমায় তুমি ফেলেছ দুর আস্তাকুরায়
চমৎকার জগতের ভালবাসা
ভালবাসায় লুকিয়ে থাকে বুঝি স্বার্থ আশা
স্বার্থ শেষে তুমি চলে গেলে
আমাকে কাঁদিয়ে প্রিয়া বল কি সুখ পেলে
আমি ভুল করেছি
ভালবেসে পাথরে ফুল ফুটাতে চেয়েছি
ভুল আমার জীবন নষ্ট করেছে
তোমাকে ভালবেসে এখন আমার মরণ হয়েছে
আজ আমি মরণ পথ যাত্রী
পুর্নিমা রাত তবুও আধাঁর রাত্রি
তোমাকে ভালবাসা আমার শেষ এবং প্রথম ভুল
মরণ হলে সমাধিতে দিও একগুচ্ছ ফুল ।