একই আকাশ, অভিন্ন এক শহরে তুমি আর আমি
রোদ ঝলমলে তোমার আঙ্গিনা, আর আমি বৃষ্টি বিলাসী।
শ্যাওলা জমে পরিত্যক্ত আমার দেয়াল যেন কীটপতঙ্গের বসবাস
তোমার প্রাসাদ আকাশ ছয়,ব্যালকুনি জুড়ে বড় হয় অর্কিড আর ক্যাকটাস
চাঁদের আলো আমার জানালায় হরহামেশাই উঁকি দেয় ইচ্ছে মত
চাঁদ কি আর তোমার লাগে? ঝারবাতিতে চোখ ধাঁধানো।
বৃষ্টি তোমার বিষণ প্রিয়, জানি বলেই বৃষ্টি জলে হাত বাড়াই
যদি তুমি শখের বশে পা ভেজাও, একটু হলেও ছুঁয়েতো যাই ।
বৃষ্টি তুমি আসো রোজ, এই শহর নিত্য ভিজুক
আমার ছোঁয়া বৃষ্টি জলে সে-ও ভাসুক।