যে আগুন বুকের জমিনে দাফন করি,
সে আগুনের ধোঁয়া কেউ দেখে না, দেখতে পারে না।
তবে তুমি কি করে ভেবে নাও, ঐ নীল আকাশ -
কান্না লুকায়নি মেঘেদের আড়ালে?
আমি পাহাড় চিনি না, নদী কিংবা সমুদ্রের জলরাশিও নয়
তবে চিবুকের স্রোতধারা আমার ভিষণ রকম নিজস্ব,
আমার অশ্রুই আমার বিষাদসিন্ধু, আমার মহাকাব্য।
অন্যের সুখ দেখে সুখের কথা নিয়ে হয়তোবা সুখের গীত হয়
কিন্তু আমি কি করে সেই ব্যথায় বিরহের গান গাই? যে ব্যথা আমার নয়
আমি সর্বহারা হতে পারি, তবে আমি সর্বস্ব কেড়ে নেওয়ার দলে নই।
সুখের সওদা হলেও দুঃখের বেসাতি একান্ত নিজের, হৃদয়ের দামে কেনা
ছিন্ন সুতায় ভিন্ন মালা, ঝাপসা চোখে আপনজনও বড্ড অচেনা।
তবে ঐ কথা-ই থাকলো, গোধূলি, পাখি, জোছনা তোমার
আরও আমার আগুন, পাহাড়, নদী ও সমুদ্র এবং দীর্ঘশ্বাস।