আমাদের আর দেখা হবে না, ফুরিয়ে গেছে সব কথা,
তোমার কাছে আজ থেকে আমি বেগানা।
স্মৃতিভ্রষ্টের মতন ভুলো যাবো, প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ
যদি ভুল করে হয়ে যাই মুখোমুখি, তবে-
মনে করিয়ে দিও আমাদের ব্যবধান।
হারিয়ে ফেলেছি বলে ভেবোনা চোখে কান্নার জল,
মেঘেদের সাথে করেছি সন্ধি, বৃষ্টি তার-ই ফলাফল।
খুঁজে তারে লাভ কি বলো? যে দিয়ে গেছে আগুন,
চন্দ্রগ্রহণে, অমাবস্যা রাতে হয় জোছনার খুন।
যে পথ চলতে চলতে সমান্তরালে গেছে চলে,
সময়ের বিপরীতে, মিলে কি তা কোনকালে?
কতকাল কেটে যাবে, কতটা বছর, দিন-রাত্রি
যাপিত সময় শেষ হলে, সবাই অন্তঃপুরের যাত্রী।