রেখে যাওয়া তোমার কাপে চুমুক দিয়ে হঠাৎ,
মনে হলো আজ কতদিন দু'জনায়
হয়নি খাওয়া চা এক পেয়ালায়।
বলতো আজ কতদিন হয়নি স্নান জোছনায়
পা ভিজিয়ে ঐ দিঘীর জলে?
সেও তো হলো অনেক দিন, সাজিয়ে ছিলাম তোমার খোপা শিশির ভেজা বকুল ফুলে।
ভালবাসি তোমায় হয়নি বলা,
জড়িয়ে ধরে সকাল বেলা স্নান শেষে।
আজ বহুকাল হয়নি হাটা পূর্নিমা রাতে,
শিশির মেখে সবুজ ঘাসে।
অনেক ফাগুন গেলো চলে বিনা বাসন্তি শাড়িতে,
যাচ্ছে দিন যায় চলে যায় সংসার আর ভাতের হাঁড়িতে।
ভালবাসি ভালবাসি মনে মনে রয় সে মনের কোণেই,
বিশ্বাস করো প্রিয়তমা, না বললেও মুখে আমি ভালবাসি তোমাকেই।