ঝড়া পাতায় দুঃখ থাকে, অশ্রু জমে চোখে।
কি কারণে ঝড়লো পাতা, কি কারণে জল?
দেখবে সবাই ভালো আছে, ভালো আছি।
দেখবে না কেউ কত ক্ষত! হৃদয়ের অতল।
হারিয়ে যাওয়া অনেক সহজ, খুঁজে পাওয়া নয়,
খুঁজতে খুজতে ঠিকানা বিহীন, আপন সীমানায়।
যাচ্ছে দিন, দিন চলে যায়, দীর্ঘশ্বাস, দীর্ঘশ্বাসে।
চলে যাওয়ার তরে যে চলে যায়! সে কি আর আসে?
জানি আসবে না, তব পথ চাওয়া ফিরবে সে, সেই আশায়।
যে পাতা পড়লো ঝড়ে, কোন কিছুর বিনিময়ে ফিরবে কি আর শাখায়?
চলে যাওয়া সমীরণ দক্ষিণা হাওয়ার উত্তরে,
জীবন আহারে জীবন! কি আশায় থাকবে আর পিছন ফিরে।।।