আচ্ছা, শোন!
ভালবাসি, বললাম বলেই কি আজ বুঝলে যে
আমি ভালবাসি তোমাকে?
তাহলে এতদিন, এতো বছর,
কিংবা এতো এতো প্রহর?
কিছুই কি বুঝোনি?
এই ধরো, ফাগুনের প্রথম প্রহরে গোলাপ হাতে,
অথবা ধরো, তুমি বললে হিমু হয়ে আমি তোমার পাড়াতে।
অথবা চৈত্র সংক্রান্তি বা তার কিছু পরে পহেলা বৈশাখে,
সারা শহর যান শূন্য, শহরের শেষ প্রান্ত থেকে পায়ে হেটে বটমূলে।
মনে পড়ে, একদিন রাত দুপুরে তুমি বললে দেখবে ভীষণ,
দেয়াল টপকিয়ে ঠিকই আমিই দাঁড়িয়ে তোমার ঘরের পিছন।
তুমি হাসলে, আমি ভালবাসার জোয়ারে ভাসলাম।
মনে হলো আমার পৃথিবীটা যেন হাতে পেলাম।
বৃষ্টিতে তুমি পুলকিত আমার ঠান্ডার ভয়,
একবারও কি বলেছি তোমাকে ছেড়ে এসে প্যারাসিটামল খেতে হয়।
তোমার চাওয়ার মতন একটু একটু বদলেছি অনেক।
ভালবাসা খুঁজত তোমার চোখে আমার পোড়া চোখ।
তোমার শত আবদার, শত বায়নায় আছি আমি মিশে,
বৃষ্টিতে ছাতা, রোদে ছায়া হয়েছি তোমার পিছে।
আমি তো আশায় ভাসাই তরী তুমি ভালবাসো আমারে,
আজ তুমি বলো বন্ধু ছিলাম দু'জন, দুঃখ নিও না মন, আহারে!!!!