হৃদপিণ্ড ঠিকই আওয়াজ করে নিশিদিন
কান পেতে শোনার মানুষ, তুমি!
আর সেই মানুষ শূন্য কতদিন,
কাটে দিন, কাটে রাত, বিরাণ পৃথিবী।
বিমর্ষ কাশফুল, ধূসর গোধূলি, ডানা ভাঙা পাখি
যে পাখির ঘর আছে, তবুও ফিরবে না।
সব পথই কি ঘরে ফিরে?
যে পথ নিজেই ভেঙেছে নিজেকে!
যে চাতক বৃষ্টি আসবে বলে অপেক্ষায়,
অথচ সে আকাশ অনাবৃষ্টির দীর্ঘ প্রহর গুনছে।
সব হৃদয়েই কি থাকে ভালোবাসা?
সাগরের জলে কবে মিটেছে পিপাসা?
কেউই পাহাড় হতে চায় না,
চিবুক চিরে বয়ে যায় নদী ও নারী
আরো গভীরে আগ্নেয়গিরি।
পাহাড় হওয়া এতো সহজ নয়,
আঘাত সবাই সইতে পারে না।
ব্যথা'রা নীল হয়ে মিশে শরতের আকাশ জুড়ে,
আঁধারের কাছে ছায়া বিক্রি করা যায় সহজেই-
কেউ জানতেও পারে না.....