আজ আমি বড্ড বেশি অচেনা নিজেরই কাছে
কে ঐ দাঁড়িয়ে ভেঙচি কাটে আয়নার ওপাশে?
ল্যাম্পপোষ্টের নিয়ন আলোয় এ শহর জোনাকিদের নয়
ক্ষুধার কাছে পরাজিত নন্দিনীরা, মিশে যায় রাতের নিস্তব্ধতায়।
আর্তনাদ মিশে সকল অপূর্ণ চাওয়া আর পাওয়ার যাঁতা কলে
কত অভিমান ভেসে যায় দুচোখের স্যাঁতসেঁতে নোনা জলে।
বিরামহীন ছুটে চলা যান্ত্রিক গাড়িটাও শরীর খারাপ লাগে সময় অসময়ে
সেথায় রক্ত মাংসের সহাবস্থান আমার কাঠামো জুড়ে,
এতো হাহাকার কি করে যায় সয়ে?
নীল আকাশ যায় কি দেখা এ পোড়া চোখে?
নিকলের কোটিং ক্ষয়ে যাওয়ায় আকাশ ভেঙে বৃষ্টি নামে।
জোছনা নয়! ঘুম চাই, প্রয়োজন অমাবস্যার অন্ধকার
বৃষ্টিতে হোক সব অবসান, শেষ হোক সকল যন্ত্রণার।