ভালোবাসি কতো তোমায় তা যদি তুমি বুজতে
কেন এতো ভালোবাসি সে উত্তর তুমি খুঁজতে,

ভালোবাসি কতো তোমায় তা যদি তুমি জানতে
তুমিও আমায় বাসতে ভালো তোমারি অজান্তে!

ভালোবাসি কতো তোমায় তা যদি তুমি দেখতে
বুকের ভিতর খুব শক্ত করে আগলে ধরে রাখতে,

কি করার! আর জানায় হলো না তোমার
ভালোবাসি কথাটা বলায় হলো না আমার!