তোরে দেখে প্রেম আমার,বলা হইলো নাহ
ভালোবাসি বলতে তুরে সাহস হলো নাহ
কতো নারী দেখি আমি রঙীন বাহারি
তোর মতো দেখিনিতো এতো সুন্দরী!
রাত জাগা মানুষ আমি রাতের নিশাচর
স্বপ্ন আমায় তোরে দেখায় তুই আমার আপন।
ভালোবাসি তুরে আমি বলা হইলো নাহ
অনেক বেশি ভালোবাসি ওরে ললনা,
তুর চোখেতে দেখি আমি সূর্য তারা চাঁদ
ইচ্ছে করে ছুঁয়ে ফেলি ঐ কোমল দুটি হাত।
প্রথম যেদিন হঠাৎ করে তুরে আমি দেখি
অবাক হয়ে থাকিয়েছিলো আমার দু'আখি,
ভালোবাসি এটা তখন বুজেছিলো মন
সময় অসময়ে তুরে রেখেছি স্মরণ।
ভালোবাসি বলতে তুরে সাহস হইলো নাহ
ভালোবাসা এমন কেন,ওরে ললনা।
ভাংগা গলায় গাণ ধরিতাম,হতো বেসুরা
সিগারেটের ছাই পুড়িতো উড়িতো ধোঁয়া।
একদিন খুব পাশ দিয়ে তোর হেঁটে চলে যাই
ভালোবাসি কতো তুরে কি করে বুঝাই?
ক্যালেন্ডারের পাতা ধরে কেটে গেলো মাস
যেদিক থাকায় তোরে দেখি একি সর্বনাশ!
ঘুম আমার আসেনা যখন...
তখন রাতে বেলায় বড়ি খেতে হয়...
জীবন আমার এতো তুচ্ছ নই...
ভালোবাসি এটা মিছে নয়...
কেনো এতো প্রেমিকার অভাব...
বদলে যাওয়া কি প্রেমেরই স্বভাব...
তোরে আমি ভালোবাসি বলা হইলো নাহ
এতো বেশি ভালোবাসি ওরে ললনা।