আমি ছন্নছাড়া জীবনটাকে হাসিমুখে কাটিয়ে দিচ্ছি,
ভুলে গিয়ে তোমার ব্যথা!

আমি ছন্দ ছাড়া লিখছি না আর তোমায় নিয়ে
প্রেমের খাতায় গান-কবিতা!

আমি দিশেহারা হয়েও ভীষণ রকম থেমে আছি
ছুঁটছিনা আর তোমার পথে!

আমি তোমায় ছাড়া আজ অনেক ভালো আছি
যেরকমটা তুমি চাইতে!

আমি সূর্য নামা বিকেল বেলায় একলা বসে
ভাবিনা আর তোমার কথা!

আমি আমার মতো অনেকখানি বদলে গেছি
যদিও স্বপ্ন দেখি এখনো অযথা!


আমি আমার হয়ে ফিরতে পেরে অনেক খুশি
দেখো মুখের মধ্যে আটকে আছে চাপা হাসি!
তুমি আর জিজ্ঞেস করো না, আমি কেমন আছি!