রোদের মতো তুমিও ভীষণ কড়া
তোমার ভিতর অভিমানে ভরা,
তুমিও যেমন রোদের মতো সুন্দর
ঠিক তেমনি রোদের চেয়েও প্রখর!
রোদের আলোয় আলোকিত এই ভুবন
তোমার মনের কালোয় আমার মনে দহন,
রোদের আলোয় পুড়ছি দুপুর বেলা
আর তোমার রোদে পুড়ছি সারাবেলা!
এখন বলো আমি কেমনে থাকি ভালো?
তোমার চেয়ে রোদ'ই বোধহয় ভালো?
তাই আমি এই রোদ দেখেও হাসি,
তুমি পুড়াও তবু তোমায় ভালোবাসি।