তবুও কি তুৃমি অচেনা?
তবুও কি তুমি আমাই জানবে না?

ঠিক কতোটা দুঃখ পেলে,
একটা মানুষ খুঁজে না আর শান্তনা!

তোমায় আমি কি করে বুঝাবো বলো?
ভালোবাসি কতটা!

তোমায় প্রেমের সবটুকু দিয়েও কেনো,
অবহেলা এতোটা!