যে মুখের হাসি সুন্দর
সে মনের রূপ কালো,
যে রাতের আকাশ নিরব
সে দিনের সূর্য প্রখর।
চরিত্র ভালো গুনে
অভিনয় সংশয় আনে,
জীবন হাসে শৈশবে
উড়তে চায় কৈশোরে।
চলন্ত মেঘে বৃষ্টির আশংকা
নিস্তব্ধ মেঘে বাতাসের দমকা,
পথে নামলে পথ চেনা যায়
আলস্যতাই পাপ বেড়ে যায়।
নিন্দুকেরে বাসোয় ভালো
তবুও কেনো চিন্তা রাখো,
পাছে লোকে বলে কিছু
ধার ধারোনা কারো পিছু।
ভদ্রতার স্বভাব গুচ্ছ
মূর্খতার সবিই তুচ্ছ,
দুই নৌকায় দুই পা টানা
খাল কেটে কুমির আনা।
শত্রুর মন মিত্রতায় ভাঙ্গে
অস্ত্র দিয়ে আগুন জ্বলে,
মিথ্যে কিছুই যতো যুক্তি
বাস্তবেই তো সত্যেই মুক্তি।
সাগর যখন উত্তাল হয়
উপকূলে মিলাদ চলে,
শান্ত যখন থাকতে চায়
তীরে তো মানব নাচে।
আমি যখন হাসি সে হাসে
যখন কাঁদি সে তো কাঁদে,
কেউ যখন এতো সাজে
বুজে নিও নির্ঘাত বাজে।
হাজার টাকার জুতা পায়ে
পাঁচ টাকার কলম হাতে,
কার মর্ম কোথায় থাকে
মানায় যাকে যে স্থানে।
আবেগ বলে লাফ দেওয়া যাক
বিবেক বলে সে মারা যাবে,
আত্মহত্যার পরিণতি গড়ায়
প্রায়সমই ভুলের দিকে।
যে কাজের পূর্বে ভাবে
সফলতার ফল তো আসে,
যে কাজের পরে ভাবে
হতাশা ছাড়া কি আর আছে।