কথারা কথা মানে না
ব্যথারা শুধু ব্যথা দিয়ে যায়
অশ্রু গড়িয়ে গড়িয়ে
জীবনের গান লিখে যায়।

এই আমার অশ্রু,এই আমার জীবন
এই আমার কষ্ট,এই আমার জীবন।

কষ্টের দাগ মুছেছি রক্তের লাল শাড়িতে
একবার সুখ খুঁজেছি অশ্রু মুছে নিতে,
আজ কি পেয়েছি জীবনের চাওয়া পাওয়াতে?
আজ বিষন্ন এ মন বিরহের কান্না নিয়ে!

অশ্রু গড়িয়ে গড়িয়ে
জীবনের গান লিখে যায়।
এই আমার অশ্রু,এই আমার জীবন
এই আমার কষ্ট,এই আমার জীবন।

মৃত্যুর উঠোনে দাঁড়িয়ে করিনিতো অভিনয়
জীবন এতো সস্তা তবু কেন মনে হয়?

এখানে আমার আর্তনাদ
ওখানে তোমার কন্ঠস্বর,
যেখানে ভয় হয় আমার
সেখানে হাসি তোমার!

তাই অশ্রু গড়িয়ে গড়িয়ে
জীবনের গান লিখে যায়।