তারা আমার পিছে কথা বলে
আবার দেখা হলেই জড়িয়ে ধরে
তাদের উদ্দেশ্য বুজার নেই বাকি
তারা মানুষ নামের কারসাজি!
কত আগে মানুষ চেনা হয়েছে
কত ভুল করে শুধরে গেছে মন
শত বাঁধা পেরিয়ে আজ এই পথে
শত না বলা কথা এখনো বেঁচে আছে।
মানুষ ধরার কল বানাইলো খোদ মানুষ
মানুষ নামের মুখোশে লুকোনো অমানুষ
আমরা সবাই আগে নিজের স্বার্থ বুজি
অন্যের সুখ দুঃখ এভাবে ক'জনেই খুঁজি।
তাহলে তো আমরাও এখনো হলাম না মানুষ
কি করে হতে পারি একটা পরিপূর্ণ মানুষ?
এই প্রশ্ন ছুঁড়ে দিলাম যারা পড়ছো এই কবিতা
আসলে কি এটা কবিতা নাকি আমাদের ছবিটা?