কিছু দীর্ঘশ্বাস জমা হয়ে থাকবে তবুও
কিছু স্মৃতিতে ধুলো পড়বে চিড় ধরবে,
কিছু অতীত ভুলে থাকা লাগবে ইচ্ছেতেই
কিছু হারানোর ভয়টা তারপরও কাটবেনা।

কিছু স্বপ্ন-ভাবনায় হতাশায় ঠাই পাবে শুধু
কিছু কথা কাউকে বলা যাবে না জেনেও,
কিছু এমন থাকবে যে এমনে কারণ নেই
কিছু দিন অতিবাহিত হবে দুর্দিন হয়েই।

কিছু মানুষের প্রতি মায়া ভুলে থাকা লাগবে
কিছু গুরুত্বপূর্ণ বস্তু গুরুত্বহীন হয়ে পড়বে,
কিছু চাওয়া না পাওয়াই সীমাবদ্ধ হয়তো
কিছু দুঃখও আবার জীবনে খুব দরকার।

কিছু উদ্দেশ্যের কারণ এক্কেবারে অকারণ
কিছু বিশ্বাস একপর্যায়ে আস্হা হারাবেই,
কিছু ইচ্ছে আবার উপসংহার হয়ে দাঁড়াবে
কিছু পুরোনো মানুষ ফিরবে হঠাৎ করেই।

কিছু ঘটনার সাক্ষী সৃষ্টিকর্তা বাদে কেউ নয়
কিছু সৌন্দর্যের গায়ে অহংকার মোড়ানো,
কিছু ভোরে আর আলো ফিরবে নাহ
কিছু এরকম কবিতা জীবনের সাথে মিলে যাবে।

কিছু কিছুই কিছুতেই থেকে যাবে এভাবেই...