বড় কষ্টে আছে,
কষ্ট আর সে একা।
এতটা দুঃখ মনে,
তার চারপাশ ঘিরে।
ছোট বেলার দিনগুলো কেটেছে সেই সপ্ননীড়ে
হারানো দিনগুলো তার মনে পড়ে যখন।

সে বেড়ে ওঠার এইতো সময়
তবে কেউ নেই আজ তার পাশে,
তার অবহেলিত জীবনের
সব আশারা কাঁদে।

এতো কষ্ট বুঝেনি শৈশবে
ছিলো সাজানো-গোছানো পরিবার
বাড়িটা ছিলো কোলাহলে ভরা,
তার আদরে বেড়ে ওঠা।

একদিন ভেঙ্গে গেলো,সুখের পাহাড়
শুরু হলো নতুন জীবনের অধ্যায়
নামটা দুঃখ দিয়েই শুরু,
এভাবে আদুরে ছেলেটি কেনো এতো দুঃখ পাই?
কষ্টের ঢেউয়ে মিলিয়ে যায় কতো স্মৃতি ছেলেটার।

ভেসে যায় কোলাহল গুলো,
ছেলেটা পাড়ি দিতে চায় বহুবার-পুরনো শৈশবে।
তবে আজ পারেনা সে কারন-অকারণে;
বুঝে ওঠে সে,শিখেছে নিজেকে শুধরাতে।
এভাবে সাজিয়েছে গল্পটা জীবনের ডায়রিতে
হয়তো পুনরায় লিখা হবে,বাকি জীবন শেষে।

আরো অর্ধেক জীবনের কল্পনা নিয়ে
ছেলেটি কলম হাতে বসে আছে,
কিছুটা আনমনা ভাবে,বাকি জীবনের সমাপ্তি
চোখ বুঝে চেয়ে আছে
হয়তো কখনো দেখা হবে,সে সুখি হবে
জীবনের শেষ প্রান্তে।