একশো একবার হারিয়ে ফেলার পর
সেই একশো বারের শেষে,
শেষ একবারের ফিরতি পথে
তোমার দেখা পেলাম।
এই শেষটুকু দিয়েও যদি
ভালো কিছু শুরু করা যেতো,
তোমার সাথে আরেকটুখানি
কথা বাড়িয়ে বলা যেতো
তোমাকে যদি বুজানো যেতো,
ছায়ার মতো আমি
তোমার পাশেই ছিলাম।
তবেই ঐ একশো বার হারিয়ে ফেলার কষ্ট টা,
কিছুটা কমানো যেতো।
পুরোটা কমাতে গেলে
'তোমাকে তো আমার নিত্যদিনের প্রয়োজন'।
তারপরও মাঝে মধ্যে ভাবি!
আরেহ!
আমার তো তোমাকে এখনো পাওয়া'ও হয়নি।
তাহলে!
আবেগ টা আসলো কোত্থেকে?
কষ্ট টা জমলো বুকে কিভাবে?
এসব ভুলভাল ভাবতে ভাবতে
তোমার মায়ারজালে আবার,
নিজেকে আটকে ফেলা এই আমি।
ধুত্তেরি!