তুমিহীনা কিছু সময় কেটে যায়।
রটে যায় ধূসর রঙের মেলা।
কখনো তুমি ছাড়া মন বসেনা
সহেনা হৃদয়ে বিষাদের বেলা।
সত্যি আমি লুকিয়েছি মানছি
মিথ্যেতো কিছু কখনো বলিনি,
ঐ চাঁদ জানে তারা জানে
তাদের আকাশ তুমায় খুঁজেছে।
বৃষ্টি বিলাসী সে ভেজা বাতাসে
চুল গুলো যখন খুলে রেখেছো,
লাগছিলো তোমায় প্রিয় মাধবী
চোখ দুটো তাই পথ ভুলেছে!
ভালো লাগা একতরফা ছিলো
বুজলে না হয় ভুল বুজেছো,
দেখো আমার যদি দুঃখ থাকে
সবার আঘাতকে তুমিই ছুঁয়েছো।
প্রিয় তুমি শুনতে পাচ্ছো তো
আমি ধরো আজ বেশ আছি,
একটু'ওহ কি ভেবেছো তুমি
কঠিন মন কেনো ভাঙ্গোনি!
প্লিজ কোন অপরাধ আমার বলো
জানি চোখ দুটো তোমার মিথ্যে বলেনা,
শুধরাতে আমাই দিবে তো তুমি
চুপ করে প্রিয় আর থেকোনা।
পরিস্থিতি বদলে নিবো
বলো মন কি তুমি খুলে দিবে?
এই সামান্য অধিকার প্লিজ আমায়
গড়তে তুমি দাওনা প্রিয়।