তুমি আমার স্বপ্নে ভাসো
আমায় ছাড়া কেনো তুমি হাসো?
তুমি আমার সামনে বসে থাকো
একা একা কি এতো ভাবো?
চোখ চেয়ে আমি তোমায় বুজি
চুপ থেকে তোমায় আমি খুঁজি।
তোমার যাত্রায় আমি পিছু থাকি
তোমার হাতের চুড়ির ফিকে হাসি,
ভিজে যাওয়া লম্বা চুলের ভাঁজে
তুমি আসো নৃত্য নতুন সাঁজে।
নিরব পথে আলো দিয়ে যাওয়া
জীবন যেনো আস্থা ফিরে পাওয়া,
আবার তুমি রঙ বেরঙ এর বকুল
রং হীন আমি নিস্তব্ধ কাশফুল।
ভাবায় কতো না বলা কথা
রটে যায় ভাঙ্গা বিষন্নতা,
স্বপ্নে তোমায় কতো ছুঁয়ে ফেলি
তোমার মনে আমার কথা শুনি।
আমার হয়ে স্বপ্নে তুমি আসো
স্বপ্নে তুমি আমায় ভালোবাসো,
স্বপ্নে তোমায় কতো ছুঁয়ে ফেলি
খোঁপায় তোমার স্নিগ্ধ সাদা বেলি।
স্বপ্নে তোমায় এখনো খুঁজে পাই
আর কিছুতো এই দুচোখ খুঁজে নাই,
আমায় ঘুম ভাঙ্গা হাই জাগায়
শেষবেলায়ও হয়েছি অসহায়;
চাইবো তবু স্বপ্ন হয়েও যদি আসো!